কলকাতায় বিজেপির নির্বাচনি সমাবেশ: মোদির সঙ্গে মঞ্চে মিঠুনসহ অন্য তারকা

ছবি: হিন্দুস্তান টাইমস
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনি প্রচারণা চালাতে আজ রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার বিগ্রেড মাঠে বিজেপির সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মোদির সঙ্গে একই মঞ্চে রয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ও টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
 
গতকাল রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করেন মিঠুন। এক টুইটে কৈলাস বলেন, ‘রাতে বেলগাছিয়ায় জনপ্রিয় অভিনেতা মিঠুন দার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হলো। তার দেশপ্রেম ও গরিবের প্রতি টানের গল্প শুনে মন ভালো হয়ে উঠলো।’
 
৭০ বছর বয়সী মিঠুন চক্রবর্তী এর আগে দুই বছরের জন্য তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর পদত্যাগ করেন তিনি।
 
বিজেপির দলীয় সূত্র এনডিটিভি জানায়, বিগ্রেড সমাবেশে অনেক শিল্পীকে পারফর্ম করার জন্য আমন্ত্রণ করেছে বিজেপি।
 
বিগ্রেড মাঠে ৭২ ফুট দীর্ঘ মূল মঞ্চের পাশাপাশি আরও দুটি মঞ্চ স্থাপন করা হয়েছে। ওই দুই মঞ্চের একটি টালিউড তারকাদের জন্য এবং অন্যটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য।
 
গত কয়েকমাসে কমপক্ষে তিনবার পশ্চিমবঙ্গ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সপ্তাহে রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর এটা পশ্চিমবঙ্গে মোদির প্রথম সফর। সমাবেশে কমপক্ষে সাত লাখ মানুষ অংশ নেবেন বলে আশা করছে বিজেপি।
 
হিন্দুস্তান টাইমস আরও জানায়, মোদির সমাবেশে যোগ দিতে সকাল থেকেই আসতে শুরু করেন বিজেপি নেতাকর্মীরা। বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকরা বাসে করে আসছেন। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল যাচ্ছে সমাবেশের দিকে।
 
এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনে ভোট হবে। করোনা মহামারির কারণে আগামী ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট ধাপে ভোটগ্রহণ চলবে। ২ মে নির্বাচনি ফল ঘোষণা করা হবে।
 
এ বছর তৃণমূল, কংগ্রেস-বাম-আইএসএফজোট এবং বিজেপির ত্রিমুখী লড়াইকে ঘিরে বিধানসভা নির্বাচনের প্রচার প্রচারণা চলছে।

Comments

The Daily Star  | English

Bangladesh continues to perform poorly in budget transparency

Bangladesh has continued to showcase a weak performance in the open budget rankings among its South Asian peers, reflecting a lack of transparency and accountability in the formulation and implementation of fiscal measures.

15h ago