আইপিএল শুরু ৯ এপ্রিল, হোম ভেন্যুতে খেলা নেই

ipl trophy
ছবি: আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মাঠে গড়াবে আগামী ৯ এপ্রিল। করোনাভাইরাসের কারণে গত আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। এবার ভারতেই হবে পুরো প্রতিযোগিতা। ছয়টি নির্দিষ্ট ভেন্যুতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। কিন্তু কোনো দলই হোম ভেন্যুতে খেলতে পারবে না।

রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। চেন্নাইতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। প্লে-অফের ম্যাচগুলোও সেখানে হবে।

বিসিসিআই জানিয়েছে, আইপিএলের শুরুতে স্টেডিয়ামে দর্শক থাকবে না। তবে প্রতিযোগিতার পরের দিকে ভক্ত-সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি মিলতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, খেলোয়াড়দের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা নিজেদের মাঠে আইপিএল আয়োজনে আত্মবিশ্বাসী।

যে ছয়টি ভেন্যুতে খেলা হবে সেগুলো হলো চেন্নাই, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও দিল্লি। লিগ পর্বের অনুষ্ঠিত হবে মোট ৫৬টি ম্যাচ। আহমেদাবাদ ও দিল্লিতে আটটি করে খেলা হবে। বাকি ভেন্যুগুলোতে হবে দশটি করে ম্যাচ।

লিগ পর্বে প্রতিটি দল চারটি ভেন্যুতে খেলবে। এমনভাবে সূচি বানানো হয়েছে যেন অংশগ্রহণকারী আটটি দলকে মাত্র তিনবার করে ভ্রমণ করতে হয়। কিন্তু কোনো দলই নিজেদের মাঠে খেলার সুযোগ পাবে না। সবাইকে খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। এই নিয়ম এবারই প্রথম দেখা যাবে আইপিএলে।

পুরো আসরে ১১টি দিনে দুটি করে ম্যাচ হবে। বাকি সবদিনে হবে একটি করে লড়াই। বিকালের ম্যাচগুলো বাংলাদেশ সময় ৪টায় এবং রাতের ম্যাচগুলো ৮টায় মাঠে গড়াবে।

বাংলাদেশের দুজন ক্রিকেটার আছেন এবারের আইপিএলে। বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্স এবং বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলবেন।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

10m ago