পুরুষদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারী স্বাধীনতা মনে এই না যে, আমি যা খুশি করব। নারী স্বাধীনতা মানে আমি আমার অধিকারকে বুঝে নেব। এ সমাজের পুরুষদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। পুরুষরা যখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে তখনই আমরা এগিয়ে যেতে পারব।’
নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: স্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারী স্বাধীনতা মনে এই না যে, আমি যা খুশি করব। নারী স্বাধীনতা মানে আমি আমার অধিকারকে বুঝে নেব। এ সমাজের পুরুষদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। পুরুষরা যখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে তখনই আমরা এগিয়ে যেতে পারব।’

আজ বেলা ১২টায় শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্কে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কেক কেটে মেলা উদ্বোধন করে স্টলগুলো ঘুরে দেখেন। নারীদের তৈরি পণ্য সবাইকে কেনার আহ্বান জানান।

‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ স্লোগানে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের জীবন-মান উন্নয়ন প্রকল্প এলআইইউপিসিপি ও জাতীয় নগর দরিদ্র হ্রাসকরণ কর্মসূচি এনইউপিআরপি এর অধীনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে ওই মেলার আয়োজন করা হয়।

মেয়র আইভী বলেন, ‘আগামীকাল ৮ মার্চ নারী দিবস। নারীরা অনেক এগিয়ে গেছে। এ নারীদের অগ্রযাত্রার সিংহভাগ যার দায়িত্ব ছিল তিনি যথাযথ ভাবে পালন করেছেন। নারীদের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেজন্য ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অভিনন্দন জানাচ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর কবির হোসেন, শওন অঙ্কন, নারী উদ্যোক্তা পান্না বেগম সহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা।

এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় শহরের ২ নম্বর রেল গেট এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেলিনা হায়াৎ আইভী।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago