পুলিশ হেফাজতে সু চি’র দলের এক নেতার মৃত্যু
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক নেতা পুলিশ হেফাজতে মারা গেছেন।
খিন মাউং ল্যাট (৫৮) মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের স্থানীয় এনএলডি চেয়ারম্যান ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন এনএলডি’র এক নেতা।
খিন মাউং ল্যাটের ডেপুটি জানান, খিন যে সামরিক হাসপাতালে মারা গেছেন, সেখান থেকে পাওয়া ছবিতে দেখা গেছে তার মাথার পেছনে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
গতকাল রাতে ইয়াঙ্গুনের পাবেদান জেলা থেকে খিন মাউং ল্যাটকে গ্রেপ্তার করে পুলিশ। তবে স্থানীয় থানায় কর্মরত এক পুলিশ কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ছাড়া, মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেও কোনো সারা পায়নি রয়টার্স।
আইনজীবীদের একটি গ্রুপ রয়টার্সকে জানায়, গত ১ ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর সেনাবিরোধী বিক্ষোভ থেকে অন্তত এক হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানবাধিকার সংগঠন অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) জানিয়েছে, সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
Comments