জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতি দমন করা সম্ভব হয়নি: ইকবাল মাহমুদ

জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতি দমন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান। ছবি: স্টার

জনগণের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতি দমন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান ও কমিশনারদের ফেয়ারওয়েল উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ইকবাল মাহমুদ বলেন, ‘এক ধরনের অসন্তোষ নিয়ে বিদায় নিচ্ছি যে, আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারিনি।’

দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিলেন বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছর ধরে নিয়মিত কার্যক্রম পরিচালনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুদক বর্তমানে আরও বেশি শক্তিশালী এবং এখন আর নখদন্তহীন বাঘ হয়ে নেই।’

‘তবে, একটি কমিশনের পক্ষে ব্যাপক হারে কাজ করা সম্ভব নয়... ক্রমান্বয়ে আগামী দিনে দুদক আরও শক্তিশালী হবে’, বলেন তিনি।

২০১৬ সালের ১০ মার্চ দুদকে যোগদান করেছিলেন ইকবাল মাহমুদ।

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

6h ago