ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শঙ্কায় আর্চার
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে কনুইয়ে চোট পেয়েছিলেন জোফরা আর্চার। পুরনো সেই চোট মাথাচাড়া দিয়ে উঠায় ভোগান্তিতে তিনি। আহমেদাবাদে ভারতের বিপক্ষে শেষ টেস্টে চোটের কারণে বিবেচিত হননি। এবার টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
স্থায়ী সমাধান হিসেবে অস্ত্রোপচারের কথা ভাবা হলেও পরে তা থেকে সরে আসা হয়। ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভার উড জানিয়েছেন, দীর্ঘ মেয়াদী সমাধানের জন্য মেডিকেল দলের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন তিনি।
আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন আর্চার। তবে তিনি খেলতে পারবেন কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান সিলভারউড, 'জোফরার কনুই একটু বিগড়ে গেছে। মেডিকেল দল এটা সামলাতে কাজ করে যাচ্ছে। আমরা অবশ্যই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।'
'সে আজ সাদা বলের স্কোয়াডের সঙ্গে অনুশীলন করেছে। দেখা যাক কী হয়।'
চোটের কারণে চেন্নাইতে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি গতি দিয়ে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানো এই পেসার। দিবারাত্রির তৃতীয় টেস্টে আর্চার কেবল পাঁচ ওভার বল করেছিলেন। পুরো সিরিজে তিনি ৩৫.১ ওভার বল করেন।
সাদা বলের ক্রিকেটে ভীষণ গুরুত্বপূর্ণ এই পেসারের নিয়মিত টেস্ট খেলা নিয়েও কিছুটা সংশয় তৈরি হয়েছে। তবে ইংল্যান্ডের কোচের ভাবনা সব রকম চেষ্টা দিয়ে হলেও আর্চারের টেস্ট ক্যারিয়ার লম্বা করা, ‘এটা (চোট সমস্যা) সমাধান করতে জোফরাকে সব ধরণের সুবিধা দেওয়া হবে। আমরা চাইব কীভাবে তার টেস্ট ক্যারিয়ারটা লম্বা করা যায়।’
১২ মার্চ (শুক্রবার) আহমেদাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল।
Comments