মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ, আজ গুলিতে নিহত ২
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে আজ সোমবার দুই জন নিহত হয়েছেন। গণবিক্ষোভের অংশ হিসেবে দেশটির প্রধান শহর ইয়াংগুনে দোকান, কারখানা ও ব্যাংক বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজ আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শহর মিতকিনার রাস্তায় দুই জনকে পড়ে রয়েছেন।
মরদেহ দুটি সরাতে সহযোগিতা করেছেন এমন এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থটিকে বলেছেন, মাথায় গুলি লাগায় দুই বিক্ষোভকারী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়াও, আরও তিন জন আহত হয়েছেন।
২০ বছর বয়সী এই প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘নিরস্ত্র জনগণকে হত্যা করা হচ্ছে। এটা খুবই অমানবিক। আমাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে পুলিশ স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। পাশের ভবন থেকে গুলি ছোড়া হলে তা কয়েকজনের শরীরে লাগে।
যদিও বিক্ষোভস্থলে পুলিশ ও সেনা সদস্যরা ছিলেন তবে কারা গুলি ছুড়েছে তা তাৎক্ষণাৎ নিশ্চিত হওয়া যায়নি বলেও প্রত্যক্ষদর্শীরা মন্তব্য করেছেন।
আরও পড়ুন:
মিয়ানমারে বিক্ষোভ: একদিনে নিহত ৩৮, আন্দোলন থামছে না
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, আজ নিহত ৯
মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১৮
মিয়ানমারে সেনাবিরোধী মিছিলে পুলিশের গুলি, নিহত ২
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৭
সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতের আহ্বান
Comments