রোনালদোকে বেঞ্চ করায় অবাক হয়েছিলেন দেল পিয়েরো

প্রতিপক্ষ ছিল লাৎসিও। ইতালিয়ান সিরি আর অন্যতম শক্তিশালী একটি দল। এমন দলের বিপক্ষে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে কি-না বেঞ্চে রেখেছিলেন কোচ আন্দ্রেয়া পিরলো। সাবেক সতীর্থের এমন সাহসী সিদ্ধান্তে বেশ অবাক হয়েছিলেন আলেসান্দ্রো দেল পিয়েরো। আর রোনালদোকে ছাড়াই সফলতা আনতে পারায় পিরলোকে বাহবা দিতে ভুল করেননি এ সাবেক জুভেন্টাস তারকা।
ছবি: সংগৃহীত

প্রতিপক্ষ ছিল লাৎসিও। ইতালিয়ান সিরি আর অন্যতম শক্তিশালী একটি দল। এমন দলের বিপক্ষে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে কি-না বেঞ্চে রেখেছিলেন কোচ আন্দ্রেয়া পিরলো। সাবেক সতীর্থের এমন সাহসী সিদ্ধান্তে বেশ অবাক হয়েছিলেন আলেসান্দ্রো দেল পিয়েরো। আর রোনালদোকে ছাড়াই সফলতা আনতে পারায় পিরলোকে বাহবা দিতে ভুল করেননি এ সাবেক জুভেন্টাস তারকা। 

শনিবার রাতে নিজেদের মাঠে লাৎসিওর বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে জুভেন্টাস। তবে ম্যাচের ১৪তম মিনিটেই হুয়াকুইন কোরেয়ার গোলে পিছিয়ে পড়েছিল দলটি। ৩৯তম মিনিটে সমতা ফেরান আদ্রিয়ান রাবিউত। এরপর দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে জয় এনে দেন আলভারো মোরাতা। এরপর অবশ্য ৬৯তম মিনিটে মোরাতার পরিবর্তে রোনালদোকে বদলী নামিয়েছিলেন পিরলো।

পিরলোর এমন সিদ্ধান্তে জুভেন্টাস কোচের প্রশংসা করে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেল পিয়েরো বলেন, 'আমি তাদের এমন মনোভাব প্রত্যাশা করিনি। কারণ সাম্প্রতিক সময়ে জুভেন্টাস শারীরিকভাবে বেশ সংগ্রাম করছিল। এটা পিরলোর একটি স্মার্ট পদক্ষেপ ছিল। জুভেন্টাস ছয়জন নিয়মিত খেলোয়াড় ছাড়াই জিতেছে। তারা বিশ্রাম নিয়েছে, এখন তারা পরের ম্যাচ খেলতে প্রস্তুত।'

তবে ম্যাচের শুরুতে দারুণ খেলেছিল লাৎসিও। সে ধারা পড়ে অবশ্য ধরে রাখতে পারেনি দলটি। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিরলোর শিষ্যরা। ঘুরে দাঁড়ানোর এমন মনোভাবে পরবর্তী ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস দিবে বলে মনে করেন দেল পিয়েরো, 'লাৎসিও শুরুটা ছিল দুর্দান্ত। তবে পরে ঘুরে দাঁড়ায় জুভেন্টাস। তারা ধারাবাহিক ছিল এবং এটা তাদের পরবর্তী ম্যাচের জন্য দারুণ সংবাদ। বিশেষ করে পোর্তোর বিপক্ষে নামার আগে।'

চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে প্রথম লেগের ম্যাচে পর্তুগাল থেকে ১-২ গোলের ব্যবধানে হেরে ফিরেছে জুভেন্টাস। শেষ আট নিশ্চিত করতে হলে ঘরের মাঠে জিততেই হবে তাদের। তবে পিরলোর অধীনে দলটি এমন কিছু করতে পারে বিশ্বাস করেন দেল পিয়েরো, 'জুভেন্টাসের একটি সঠিক ম্যাচ দরকার। পর্তুগালে করা চিয়েসার গোল জুভকে কিছুটা এগিয়ে রেখেছে। পোর্তো যদি আগের ধারাবাহিকতায় খেলে তবে কাজটা একটু কঠিন হবে। তবে আশা করছি জুভেন্টাস ঠিকঠাকভাবে করতে পারবে।'

Comments

The Daily Star  | English
RMG export to EU rises

Garment export to US falls 9.16% in Jan-Aug

Data released from the Office of Textiles and Apparel (OTEXA) showed the fall

2h ago