পাবনায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ২
পাবনার বেড়া উপজেলার নটাবারিয়া এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা পুলিশ। অভিযান পরিচালনা করে ঐ এলাকার একটি বাড়ি থেকে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার এই অভিযান পরিচালনা করা হয়।
তবে এই অস্ত্র কারবারের মুল হোতা অভিযানের আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
অভিযানের সময় উপজেলার রাকশা গ্রামের আব্দুল্লা আল মনসুর মিঠু (৪৩) ও একই উপজেলার রাজনারায়ানপুর গ্রামের আব্দুল্লা আল সিয়াম কাজিকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে বেড়ার নটাবারিয়া এলাকার আলম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় ঐ বাড়ির নিচে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অস্ত্র তৈরি করার সময় এই দুজনকে গ্রেপ্তার করা হয়।’
অবৈধ এই কারখানা থেকে দুটি ওয়ান শুটার গান, একটি রিভালবর, একটি রিভালবরের কাঠামো ও অস্ত্র তৈরি করার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
মেহেদি হাসান শোভন নামের একজন দীর্ঘদিন ধরে অস্ত্রের কারবার করে আসছে বলে জানান আব্দুল হান্নান।
তবে অভিযানকালে এই অস্ত্র কারবারের মুল হোতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে যোগ করেন তিনি।
Comments