অবৈধ সম্পদ ও কোটি টাকা আয়ের অভিযোগে কুষ্টিয়ায় প্রধান শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া হাইস্কুলের সম্পত্তি আত্মসাৎ ও অজ্ঞাত কোটি টাকার সম্পদ আয়ের অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান (৫৭) ও তার স্ত্রী বিলকিস রহমানের (৪৭) নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কুষ্টিয়া জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়ার সই করা এজাহার আদালতে দাখিল করা হলে আজ সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তহিদুল ইসলামের আদালত মামলা দুটি আমলে নেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ৮ অক্টোবর থেকে ২০২০ সালের ১৮ আগস্ট পর্যন্ত কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের স্ত্রী বিলকিস রহমান জ্ঞাত উৎসের বাইরে ৫৫ লাখ ৩৩ হাজার ৫৬৪ টাকা আয় করেছেন। দুদকের তদন্তের জবাবে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।
একই ভাবে প্রধান শিক্ষক খলিলুর রহমান ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ১৮ আগস্টের মধ্যে ৫২ লাখ ৫৫ হাজার ১৬৯ টাকা আয়ের বৈধ কোনো উৎস দেখাতে ব্যর্থ হন এবং তদন্তকালে কোনো সদুত্তর দিতে পারেননি।
দুদকের মামলার বিষয়ে জানতে চেয়ে খলিলুর রহমানের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. একেএম মুনির বলেন, ‘দুদকের মামলার বিষয়ে শুনেছি। এটা প্রধান শিক্ষকের ব্যক্তিগত বিষয়।’
Comments