ত্বকী আমাদের প্রতিবাদের প্রতীক: আইভী
‘ত্বকী আমাদের প্রতিবাদের প্রতীক। ত্বকী আমাদের অন্যায় অত্যাচারের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। অবশ্যই ত্বকী হত্যার বিচার হবে। আল্লাহ মানুষকে বাড়তে দেয়। নিশ্চয় একদিন আল্লাহ টান দিবেন তখন বিচার হবে। আমি রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখব, অনেক হত্যার বিচার হলেও কেন ত্বকী হত্যার বিচার হচ্ছে না?’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী আজ সন্ধ্যায় শহরের পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। আলোর ভাষান শীর্ষক এই অনুষ্ঠানে আইভী প্রধান অতিথি ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আইভী প্রশ্ন রাখেন, ‘কারা এ হত্যাকাণ্ডে জড়িত আপনি জানেন। তারা কি এতই প্রয়োজনীয় যে ত্বকী হত্যার বিচার করা যাবে না?’
আইভী বলেন, ‘তারা আসলে জানে না তাদের মানুষ কত ঘৃণা করে। কিন্তু তারা ভয় দেখিয়ে ঘৃণাকে চাপা দেওয়ার চেষ্টা করে। মূলত মার্চ আসলেই তাদের কর্মকাণ্ড শুরু হয়। একের পর এক নাটক, জুজুর ভয় দেখাতে শুরু করে। মনে করে নারায়ণগঞ্জ তাদের মুঠোয়। যা খুশি তাই করবে। কিন্তু সেটা হয় না।’
তিনি আরও বলেন, ‘তারা রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাচ্ছে আবার মুক্তিযোদ্ধাকে রাজাকার বানাচ্ছে। প্রশাসনের উপর ভর করে তারা যা খুশি করছে। প্রশাসন ছাড়া তারা জিরো। প্রশাসনের উপর ভর করে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় কথা বলে। মুরগীকে খাওয়াবে, মাছকে খাওয়াবে, পিষে মারবে কত কিছু।’
আইভীর বক্তব্যের এক পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। এ প্রসঙ্গে আইভী বলেন, ‘আমি যখনই কথা বলি তখনই বিদ্যুৎ চলে যায়। বাসায় যখন ইন্টারভিউ দেই তখনো বিদ্যুৎ চলে যায়। কিন্তু আমার মুখ তো বন্ধ করতে পারবেন না। আমাকে দাবিয়ে রাখতে পারবেন না।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি প্রমুখ।
Comments