ফের করোনার থাবা, দেরিতে শুরু হলো তৃতীয় ওয়ানডে
আয়ারল্যান্ড উলভসের অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াসের করোনা পজিটিভ রিপোর্ট আসায় মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল প্রথম ওয়ানডে। নেগেটিভ রিপোর্ট নিয়ে দ্বিতীয় ম্যাচে নেমে পারফর্মও করেন তিনি। তৃতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যুক্ত থাকা স্থানীয় একজন সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ এসেছে। সেজন্য খেলা শুরু হতে বিলম্ব হয়েছে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। কিন্তু খেলাটি শুরু হয়েছে বেলা ১১টায়। এই ম্যাচেও আগে ব্যাট করছে আইরিশরা।
ক্রিকেট আয়ারল্যান্ড জানায়, জৈব সুরক্ষা বলয়ে থাকা তাদের নিরাপত্তা বিভাগের একজন স্থানীয় স্টাফের করোনা পজিটিভ ফল আসে। পুনরায় পরীক্ষার ফল পেতে তাই ম্যাচের শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একই কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেহেতু দুই ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়েছে কাজেই এই ম্যাচে ফ্লাড লাইট ব্যবহার করা হবে বলেও জানায় বিসিবি, ‘আয়ারল্যান্ড দলের সঙ্গে যুক্ত করে দেওয়া স্থানীয় একজন স্টাফের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এই কারণে বাকিদের আবার করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। ফল পেতে দেরি হওয়ায় খেলা নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে শুরু হয়েছে। সকাল ৯টার বদলে ১১টায় শুরু হওয়ায় এই ম্যাচে ফ্লাড লাইট ব্যাবহার করা হবে।’
চারদিনের ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু করে আইরিশরা। এখন তারা খেলছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তাদের দুটি টি-টোয়েন্টি ম্যাচ আছে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে।
Comments