সোনালী দিনের অভিনেত্রী রোজী আফসারীর প্রয়াণদিন

rosy afsary
রোজী আফসারী। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের শক্তিশালী অভিনেত্রী রোজী আফসারীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের ৯ মার্চ না ফেরার দেশে পাড়ি দেন তিনি।

রোজী আফসারী ১৯৬৪ সালে ‘এইতো জীবন’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। জহির রায়হান পরিচালিত ‘সঙ্গম’ নামে প্রথম রঙিন ছবির অভিনেত্রী ছিলেন।

১৯৭৩ সালে মুক্তি পায় ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’। জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্যে রোজী আফসারী আজও প্রশংসিত।

মুক্তিযুদ্ধ নিয়ে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ এ রোজী অভিনয় করেন ১৯৭৪ সালে। এরপর ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ এ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন তিনি।

রোজী আফসারীর প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। ১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। সোনালী দিনের উজ্জ্বল এই অভিনেত্রীর ৭৩তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে ডুডল করেছিল গুগল।

রোজি আফসারী চার দশক ধরে প্রায় সাড়ে তিন শ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮৬ ‘আশা নিরাশা’ নামে ছবি পরিচালনাও করেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

4h ago