টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক চোরাকারবারি নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা চোরাকারবারি নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের আলুগোলা মৎস্য খামার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সোমবার দিবাগত রাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া সীমান্ত দিয়ে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হওয়ার খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে বিজিবির একটি দল টেকনাফের সাবরাং ইউনিয়নের আলুগোলা মৎস্য খামার এলাকায় অবস্থান নেয়। পরে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি নৌকাযোগে কয়েকজনকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেয়। তারা নির্দেশ না মেনে বিজিবি সদস্যদের লক্ষ করে গুলি ছুঁড়ে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।’
তিনি জানান, একপর্যায়ে তিন জন নৌকা থেকে লাফ দিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে পালিয়ে যায়। নৌকায় থাকা অপর দুই জন বিজিবিকে লক্ষ্য গুলি করতে করতে নাফ নদীর তীরবর্তী কেওড়া বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উভয়পক্ষের মধ্যে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
গুলিবিদ্ধ দুই জনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল জানান, নিহতদের বয়স আনুমানিক ২০ থেকে ৩৫ বছর। ঘটনাস্থল থেকে তিন লাখ ৬০ হাজার ইয়াবা, একটি দেশি বন্দুক ও ধারালো দা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’
Comments