মেসির প্রস্থানের জন্য আর্থিকভাবে প্রস্তুত লা লিগা

'আমি মেসিকে স্পেনেই খেলতে দেখতে চাই। কারণ সে টাকা তৈরির মেশিন।' - মাস ছয়েক আগে ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন লি লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাস। অথচ সেই টাকার মেশিনকে ছাড়াই এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি মিশরীয় ক্যাবল চ্যানেল অনস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন এমনটাই।
messi sevilla
ছবি: টুইটার

'আমি মেসিকে স্পেনেই খেলতে দেখতে চাই। কারণ সে টাকা তৈরির মেশিন।' - মাস ছয়েক আগে ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন লি লিগা সভাপতি হ্যাভিয়ার তেবাস। অথচ সেই টাকার মেশিনকে ছাড়াই এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি মিশরীয় ক্যাবল চ্যানেল অনস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন এমনটাই।

নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এ তারকা মাঠে থাকা মানেই ভক্ত-সমর্থকদের বাড়তি আগ্রহ থাকে। পৃষ্ঠপোষকরাও একই কারণে আগ্রহ দেখান বেশ। তার ফায়দাটা ভালো লুটছেন সংশ্লিষ্ট লিগ কর্তৃপক্ষ। কিন্তু মৌসুমের শুরুতে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু  ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের জালে আটকে রাখা হয় তাকে। সে সময় তৎকালীন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন লা লিগা সভাপতি। তাদেরও এক কথা ছিল বার্সা ছাড়তে হলে রিলিজ ক্লজের পুরো অর্থ দিয়েই ছাড়তে হবে মেসিকে।

তবে মেসিকে ছাড়া এগিয়ে যাওয়ার প্রস্তুতিটাও নিচ্ছেন তা একই সঙ্গে জানিয়েছিলেন তেবাস, 'আমরা বেশ কয়েক বছর ধরে মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি যাতে আর্থিক ঘাটতির সম্মুখীন না হই।' আর প্রস্তুতিটা যে ভালোভাবেই নিয়েছেন তা বোঝা গেল সাম্প্রতিক সময়ের সাক্ষাৎকারেই।

'চুক্তির কারণে সে (মেসি) তখন বার্সেলোনা ছাড়তে পারেনি, তবে ক্রিস্তিয়ানো রোনালদো সম্পর্কে বলেছিলাম। আমরা এই মুহূর্তে তাদের ছাড়াও আর্থিকভাবে এগিয়ে যেতে প্রস্তুত। ক্রিস্তিয়ানো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছিল এবং এটা ক্লাবের সিদ্ধান্ত ছিল। তাই এখানেও আমার কিছু বলার নেই। তবে আমি সবসময়ই সেরা খেলোয়াড়দের লা লিগায় দেখতে চাই। এমনটা এর আগে নেইমারের ক্ষেত্রেও হয়েছিল।'

তবে শেষ পর্যন্ত মেসি স্পেন ছাড়লে তার প্রভাব যে লা লিগায় পড়বে তাতে কোনো সন্দেহই নেই। কারণ আগামী মৌসুমে নতুন কাউকে দলে টানতে না পারলে অনেকটা তারকাহীন হয়ে পড়বে এ লিগ। এমনিতেই বড় ক্ষতি গুনছে তারা। তেবাসের ভাষায়, 'আর্থিক ক্ষতি ২ বিলিয়ন ইউরোতে গিয়ে পৌঁছেছে। তবে আমরা নানাভাবে কমিয়ে এটা ১.১ বিলিয়ন ইউরো করার চেষ্টা করে যাচ্ছি।'

এদিকে বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হিসেবে হুয়ান লাপোর্তা নির্বাচিত হওয়ায় বার্সায় মেসির থাকার সম্ভাবনা অনেকটাই বেড়েছে। মেসিকে ধরে রাখবেন এমন অঙ্গীকার করেই নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন তিনি। তাতে তেবাসের টাকার মেশিন লা লিগায় থাকার সুযোগটা বেড়েছে। তবে এখনই এ নিয়ে কিছু বলতে রাজী নন লা লিগা সভাপতি। নতুন প্রেসিডেন্টের পারফরম্যান্স দেখেই বলেন তিনি, 'গত কয়েক মাসের নানা ঘটনার পর অবশেষে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আমাদের এখন তার পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষা করতে হবে।'

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago