অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিআইডি কর্মকর্তার স্ত্রী কারাগারে

অজ্ঞাত উত্স থেকে এক কোটি ৩৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
প্রতীকী ছবি

অজ্ঞাত উত্স থেকে এক কোটি ৩৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশফাকুর রহমান আজ মঙ্গলবার ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) নওয়াব আলীর স্ত্রী আসামি গোলজার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি গোলজার বেগম আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জমা দিলে আদালত তা প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠান।

তবে এসআই নওয়াব আলী আজ আদালতে উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।

আইনজীবী মাহমুদ ইসলাম বলেন, ‘এই দম্পতি এর আগে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। তবে জামিনের সময় শেষ হলে তারা নিম্ন আদালতে হাজির হননি। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’

এর আগে, দুদক এসআই নওয়াব আলী ও তার স্ত্রী গোলজারের বিরুদ্ধে ২০১৮ সালের ১০ মার্চ আয়ের প্রদর্শিত উৎসের বাইরে এক কোটি ৩৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলার তদন্ত শেষে দুদকের উপপরিচালক (ডিডি) আলী আকবর গত বছরের ৭ অক্টোবর এই দম্পতি ও চট্টগ্রাম কর অফিসের দুই কর কর্মকর্তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র জমা দেন।

আদালত অভিযোগপত্র বিবেচনায় নিয়ে মামলার চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান আইনজীবী মাহমুদ ইসলাম

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

53m ago