কোনো কিছুই অসম্ভব না: কোমান

শেষ বাঁশি বাজার আগে হাল ছাড়তে নারাজ বার্সেলোনার কোচ।
ফাইল ছবি: এএফপি

প্রথম লেগে নিজেদের মাঠে ৪-১ গোলে হেরে যাওয়া বার্সেলোনার সামনে ঘুরে দাঁড়ানোর প্রায় অসম্ভব এক লড়াই। সমীকরণ আর পরিসংখ্যান অনুসারে, তাদের ছিটকে যাওয়া একরকম নিশ্চিত। তবে শেষ বাঁশি বাজার আগে হাল ছাড়তে নারাজ দলটির কোচ রোনাল্ড কোমান। তিনি বলছেন, পিএসজির বিপক্ষে যেকোনো কিছুই সম্ভব।

আগামীকাল বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজিকে মোকাবিলা করবে বার্সেলোনা। ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। প্রতিযোগিতায় টিকে থাকতে ন্যূনতম ৪-০ গোলে জিততে হবে বার্সাকে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোমান নিজের শিষ্যদের উপর ভরসা রাখার কথা জানিয়েছেন, ‘কোনো কিছুই অসম্ভব না। নিজেদের উপর বিশ্বাস আছে আমাদের। আমরা জানি, বার্সায় থাকার অর্থ আপনাকে জিততে হবে এবং আমরা এই মানসিকতা দেখাতে যাচ্ছে, যা আমরা লম্বা সময় ধরে প্রদর্শন করে আসছি।’

গত জানুয়ারিতে পিএসজির দায়িত্ব নেওয়া মরিসিও পচেত্তিনো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চান দলকে। ইউরোপের সেরা ক্লাব হতে ‘মরার আগ পর্যন্ত’ লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি। তারকাসমৃদ্ধ এই দলটির বিপক্ষে ঘুরে দাঁড়ানো তাই খুব কঠিন হবে বলে মনে করছেন কোমান।

নেদারল্যান্ডসের সাবেক এই ফুটবলার বলেছেন, ‘বিষয়টা জটিল। পিএসজি শক্তিশালী এবং তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার উচ্চাকাঙ্ক্ষা আছে। ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে হলে আমাদের একটি পরিপূর্ণ ম্যাচ খেলতে হবে। আমরা সেটা চেষ্টা করব। আমরা সবসময় জেতার জন্য মাঠে যাই এবং আশা করছি, আমরা সেই চেষ্টা করতে পারব।’

‘এটা খুব কঠিন হবে। আমরা পিএসজির মতো একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যারা আমাদের খেলার জন্য খুব বেশি জায়গা দেয় না।’

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৬-১৭ মৌসুমের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেও পরের পর্বে উঠেছিল বার্সেলোনা। ফিরতি পর্বে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে তারা জিতেছিল ৬-১ ব্যবধানে। কিন্তু সেবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলেছিল তারা। এবার কাতালানদের নামতে হবে প্রতিপক্ষের মাঠে।

এখনকার পরিস্থিতিকে একেবারে আলাদা হিসেবে উল্লেখ করেছেন কোমান, ‘২০১৭ সালের পুনরাবৃত্তি? আমার মনে হয় না পিএসজি আমাদেরকে ভয় পায়। অবশ্যই, তাদের কোচ সেরা উপায়েই প্রস্তুতি নেবেন যেন তার দল এটা না ভাবে যে, ম্যাচটা সহজ হবে। কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর পরিস্থিতিটা একেবারেই ভিন্ন।’

‘প্রতিপক্ষের মাঠের চেয়ে ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলা সহজ। আমাদের নিজেদের মতো করে খেলতে হবে। অবশ্যই, নতুন কোচের উপর তাদের আস্থা রয়েছে।’

Comments

The Daily Star  | English
expediency

Expediency triumphs over principle in electoral politics

It appears that all of the ruling party’s efforts revolve around the next election, not considering longer-term ramifications for the itself.

5h ago