টিকা নিয়ে নিউজিল্যান্ডের গণমাধ্যমেও প্রধানমন্ত্রীর প্রশংসা তামিমের
বিশ্বের প্রথম সারির অনেক দেশের আগেই জনসাধারণের মাঝে করোনাভাইরাসের টিকা নিশ্চিত করায় দেশে থাকতেই সরকারের প্রশংসা করেছিলেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক নিউজিল্যান্ডে গণমাধ্যমেও এই জায়গায় বাংলাদেশের সাফল্যের কথা জানিয়েছেন। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
নিউজিল্যান্ড যাওয়ার আগে তামিমসহ জাতীয় দলের বেশ কয়েকজন করোনার টিকা নিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটারদের টিকা নেওয়ার খবর আলোচিত হয় নিউজিল্যান্ডেও।
সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করার পর বুধবার স্থানীয় গণমাধ্যমের সামনে এসেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। টিকা নেওয়ার অভিজ্ঞতার কথা জানতে চাইলে তামিম বলেন জাতি হিসেবে বাংলাদেশ এই ব্যাপারে গর্ব করার মতো কাজ করছে, ‘এটাই (টিকা নিয়ে চলা) ভবিষ্যৎ আসলে। আপনাকে এটা (টিকা) নিতেই হবে একটা সময়ে গিয়ে। আমাদের দেশ এই জায়গায় খুব ভাল করেছে। আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুব অগ্রগামী ছিলেন। জাতী হিসেবে আমরা ভাগ্যবান। কেবল ক্রিকেটাররাই নয় সাধারণ মানুষজনও টিকে নিতে পারছেন এবং বড় কথা হলো সেটা বিনামূল্যে পাচ্ছেন।’
টিকা নেওয়া নিয়ে বিশ্বের অনেক দেশের মানুষ আছে দ্বিধায়। আবার অনেক দেশে টিকা নিতে চাইলেও পর্যাপ্ত টিকার অভাব আছে। তামিম জানান টিকা নিয়ে তার নিজের কোন সমস্যা হয়নি। বাকিরাও নেবেন, ‘আমি আশা করি সব দেশই তা করবে আগে বা করবে। আমি ব্যক্তিগতভাবে নিয়েছি টিকা। কোন সমস্যা হয়নি।’
গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে টিকা দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। ৪০ বছরের বেশি যেকেউ টিকা নিতে পারছেন। এছাড়া পেশার ক্যাটাগরিতে ৪০ বছরের নিচেও বিপুল সংখ্যক মানুষ টিকা নিচ্ছেন।
Comments