নেইমার অনেক চেষ্টা করেছে, কিন্তু সে খেলার অবস্থায় নেই: পিএসজি কোচ

কদিন আগেও নেইমারকে নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
ছবি: সংগৃহীত

কদিন আগেও নেইমারকে নিয়ে আশার বাণী শুনিয়েছিলেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে খেলবেন এমনটাই বিশ্বাস ছিল তার। পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত মাঠে ফিরতে নেইমারের চেষ্টা সামনে থেকে দেখেই আশাবাদী হয়েছিলেন এ কোচ। কিন্তু শেষ পর্যন্ত মেডিক্যাল রিপোর্ট জানায় ভিন্ন কিছু। বার্সার বিপক্ষে আর খেলতে পারছেন না নেইমার।

তবে ফুটবল মহলে নানা ধরণের গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে। যদিও এ ধরণের গুঞ্জন নতুন কিছু নয়। তবে সব গুঞ্জনের জবাব দিয়েছেন কোচ পচেত্তিনো, 'এটা কোনো সিদ্ধান্ত নয়, আসল বিষয়টি হচ্ছে খেলোয়াড় খেলতে পারবে না। সে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই। ও দ্রুত ফিরে আসার জন্য অনেক চেষ্টা করেছিল, তবে লক্ষ্য কেবল চ্যাম্পিয়ন্স লিগই নয়। এটা ওর জন্য কঠিন এক সময় তবে আমি আশা করছি ও যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে।'

গত ১০ ফেব্রুয়ারি কানের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচে ঊরুতে চোট পান নেইমার। প্রতিপক্ষের স্টিভ ইয়াগোর কড়া ট্যাকলের শিকার হয়ে দ্বিতীয়ার্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরের দিন পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। তবে নেইমার সেরে উঠছিলেন বেশ দ্রুতগতিতেই। তাকে ব্যক্তিগত অনুশীলনে দেখে তখন পচেত্তিনো বলেছিলেন, 'নেইমার খুব ভালোভাবে অনুশীলন করছে। শারীরিকভাবে তাকে খুব ভালো দেখাচ্ছে।'

কিন্তু আগের দিন মেডিক্যাল রিপোর্ট থেকে জানা যায় খেলার মতো পরিস্থিতিতে নেই নেইমার। যে কারণে দ্বিতীয় লেগেও তাকে দর্শক হিসেবে থাকতে হচ্ছে। তবে তাকে ছাড়া প্রথম লেগে বার্সার বিপক্ষে পিএসজিকে ভুগতে হয়নি। তার অভাব টের পেতে দেননি কিলিয়ান এমবাপে। বিশ্বকাপজয়ী এই ফরাসি স্ট্রাইকারের হ্যাটট্রিকে ন্যু ক্যাম্পেই বার্সাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে পিএসজি। ফলে প্রতিযোগিতার পরের পর্বে জায়গা করে নেওয়া একরকম নিশ্চিত তাদের।

কিন্তু এতো বড় ব্যবধানে এগিয়ে থেকেও তৃপ্তির ঢেঁকুর তুলছেন না পচেত্তিনো। এ ম্যাচেও জেতার জন্য মাঠে নামবেন বলে জানান এ আর্জেন্টাইন কোচ, 'এটা এমন একটি ম্যাচ যা খেলেই আমাদের পরবর্তী রাউন্ডে পৌঁছতে হবে। প্রথম মিনিট থেকে লড়াই করাই হবে আমাদের মনোভাব। আমাদের ৯০ মিনিটই ধারাবাহিক থাকতে হবে। ফুটবলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এমন ভেবে খেলতে যাচ্ছি যেন আগের ফলাফল ০-০ এবং আমরা জিততে চাই।'

উল্লেখ্য, আজ বুধবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি ও বার্সেলোনা। লিগ ওয়ানের শিরোপাধারীদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

Comments