এক বছর পর কনসার্টে ফিরছেন জেমস
এক বছর পর কনসার্টে ফিরছেন নগরবাউল জেমস। আগামী ১২ মার্চ ‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তিতে আয়োজিত কনসার্টের মাধ্যমে বিরতি ভাঙবেন তিনি।
রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে ওই কনসার্টটি অনুষ্ঠিত হবে।
জেমস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা মহামারির কারণে দীর্ঘদিন কনসার্ট বন্ধ ছিল। নিজেও চাইনি বৈশ্বিক এই পরিস্থিতিতে কোনো আয়োজনে অংশ নিতে। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় কনসার্টে অংশ নিচ্ছি।’
‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তির আয়োজকরা জানান, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী জেমস। তিনি আসছেন গানে মাতাতে। আমাদের সব বন্ধুকে একত্রিত করতেই এই আয়োজন।
জেমস ছাড়াও কনসার্টে ডিজে রাহাত, শুভাশিষ-ঋতুরাজসহ আরও অনেকেই কনসার্টে থাকবেন বলে জানান আয়োজকরা।
Comments