চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতনকারী শিক্ষক আটক

মাদ্রাসা থেকে বের হবার সময় মায়ের পিছু পিছু যাওয়া এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরকারী শিক্ষক মাওলানা ইয়াহিয়াকে আটক করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থীকে শিক্ষকের নির্যাতন। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাদ্রাসা থেকে বের হবার সময় মায়ের পিছু পিছু যাওয়া এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরকারী শিক্ষক মাওলানা ইয়াহিয়াকে আটক করেছে পুলিশ।

হাটহাজারী উপজেলার সদরে আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমি মাদ্রাসায় সোমবারের এ ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন শিশুটিকে মাদ্রাসা থেকে উদ্ধার করে। মারধোরের ঘটনায় ইয়াহিয়াকে মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করার পাশাপাশি তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ‘মঙ্গলবার আট বছর বয়সী শিশু ইয়াসিনের জন্মদিন ছিল। তাই তার মা তাকে মাদ্রাসায় দেখতে এসেছিলেন। পরে বের হয়ে যাবার সময় মায়ের পিছু পিছু যায় ইয়াসিন। তখন শিক্ষক ইয়াহিয়া তার ঘাড় ধরে টেনে এনে রুমে ঢুকিয়ে বেত দিয়ে এলোপাথাড়ি মারতে থাকেন।’

‘রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে পুলিশ সহ আমরা সেই মাদ্রাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং শিক্ষককে আটক করা হয়। তার মা বাবাকেও খবর দিলে তারও মাদ্রাসায় আসেন। কিন্তু তারা আমাদের কাছে কোনো ধরনের ব্যবস্থা না নিতে অনুরোধ করেন।’

‘আমরা মাদ্রাসাগুলোর শিক্ষকদের নিয়ে বসব এবং এ ধরনের অমানবিক ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সতর্ক হতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে,’ বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt forms committee to monitor harassment cases against journos

The government today formed an eight-member committee, led by an additional secretary, to monitor harassment cases against journalists

12m ago