শীর্ষ খবর

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের একটি ফ্ল্যাট বাসায় বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধের মধ্যে আরও একজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। ছবি: স্টার ফাইল ফটো

নারায়ণগঞ্জ শহরের একটি ফ্ল্যাট বাসায় বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধের মধ্যে আরও একজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, মাহফুজুল ইসলামের (১২) শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে দগ্ধদের মধ্যে দুই জন মারা গেলেন।

মঙ্গলবার ভোররাত সাড়ে ১২টার দিকে শহরের মাসদাইর এলাকার কাশেম নগরের একটি ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ হন মিশাল (২৬), তার স্ত্রী মিতা বেগম (২৩), দেড় বছরের ছেলে মিনহাজ, মেয়ে আফসানা (৫), আত্মীয় মাহফুজুল ইসলাম ও সাব্বির (১৫)। তাদের মধ্যে গতকাল মিশাল ও আজ মাহফুজুল মারা গেলেন।

চিকিৎসক জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মিতার শরীরের ১৪ শতাংশ, আফসানার ১০ শতাংশ, মিনহাজের ৫০ শতাংশ ও সাব্বিরের ৪২ শতাংশ পুড়ে গেছে।

জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

রায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

Comments

The Daily Star  | English

Corruption, zero-sum politics and democratic decline

Governments that score low in corruption indexes are more prone to use force and violence to control and suppress dissensions and protests.

4h ago