আজ মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ৭
আজও মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে সাত জন নিহত হয়েছেন। দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে এ নিয়ে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, বৃহস্পতিবার মিয়াইং শহরে পুলিশের গুলিতে ছয় বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া ৩১ বছর বয়সী এক আন্দোলনকারী টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। সেখানে পুলিশ গুলি চালায়’
স্থানীয় গণমাধ্যম জানায়, ইয়াঙ্গুন শহরে বিক্ষোভ সমাবেশে একজন মারা গেছন। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, এক আন্দোলনকারী রাস্তায় পড়ে আছেন। তার মাথা থেকে রক্ত ঝরছে।
এ বিষয়ে জানতে মিয়ানমারের সামরিক সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাত্ক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। আজ নেপিডোয় সামরিক বাহিনীর কাউন্সিলে স্থানীয় সময় বেলা ২টায় একটি সংবাদ সম্মেলন হবে বলে জানান তিনি।
গতকাল পর্যন্ত দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি)। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে প্রায় দুই হাজার মানুষকে নিরাপত্তা বাহিনী আটক করেছে।
ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, আজ মিয়ানমারের অন্তত ছয়টি শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
অভ্যুত্থানবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী প্রাণঘাতী কৌশল এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র প্রয়োগ করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গত কয়েক সপ্তাহের ভিডিও এবং ছবির প্রমাণ বিশ্লেষণ করে বৃহস্পতিবার লন্ডনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী হত্যার নেশায় মত্ত হয়ে উঠেছে। দেশটির সহিংসতা থামাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে তারা।
আরও পড়ুন:
মিয়ানমারে সহিংসতার নিন্দায় নিরাপত্তা পরিষদের বিবৃতি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পুলিশ হেফাজতে সু চি’র দলের আরও এক নেতার মৃত্যু
পুলিশ হেফাজতে সু চি’র দলের এক নেতার মৃত্যু
চীন-রাশিয়ার বিরোধিতায় আবারও মিয়ানমার নিয়ে বিবৃতি দিতে পারেনি নিরাপত্তা পরিষদ
মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দিলো চীন
মিয়ানমারের সশস্ত্র বাহিনীর ব্যবসায় ইইউয়ের নিষেধাজ্ঞার প্রস্তুতি
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ, আজ গুলিতে নিহত ২
মিয়ানমারে বিক্ষোভ: একদিনে নিহত ৩৮, আন্দোলন থামছে না
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, আজ নিহত ৯
মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১৮
মিয়ানমারে সেনাবিরোধী মিছিলে পুলিশের গুলি, নিহত ২
মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৭
সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতের আহ্বান
মিয়ানমারে রাতে বাড়ি-বাড়ি পুলিশি তল্লাশি, সকাল থেকে উত্তাল রাজপথ
Comments