আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসে ১৬ নতুন কোচ

পুরনো কোচের পরিবর্তে এখন থেকে নতুন মোট ১৬টি কোচ নিয়ে ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলাচল করবে।
Brahmaputra Express
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারে নতুন কোচ সম্বলিত আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ১১ মার্চ ২০২১। ছবি: সংগৃহীত

পুরনো কোচের পরিবর্তে এখন থেকে নতুন মোট ১৬টি কোচ নিয়ে ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলাচল করবে।

আজ বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ বাজারে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন নতুন কোচ সম্বলিত এক্সপ্রেসটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সারা দেশে ট্রেন সার্ভিস বৃদ্ধি করা হচ্ছে। প্রতিটি জেলায় রেল লাইন করা হচ্ছে।’

তিনি স্থানীয় নেতৃবৃন্দের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-ময়মনসিংহের মধ্যে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দেন।

এছাড়াও, জামালপুর এক্সপ্রেস ট্রেনটিও দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘এ বছরের মধ্যে আমরা ৫০টি রেলওয়ে স্টেশন সংস্কার করছি। দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ডিসেম্বরের মধ্যে সংস্কার করে আধুনিকায়ন করা হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ১৬টি কোচ নিয়ে চলাচল করবে। এর মোট আসন সংখ্যা হবে ৭৯৫টি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর এমপি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

17m ago