নির্যাতন ও ইয়াবা দিয়ে স্বীকারোক্তি আদায়: মাদকের পরিদর্শক প্রত্যাহার
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এক তরুণকে আটকের পর নির্যাতনের অভিযোগে জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
উপপরিচালক (প্রশাসন) মো. মামুনের সই করা গতকাল বুধবারের চিঠিতে এ তথ্য জানানো হয়।
আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে মো. মারুফ শিকদার নামে এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এনে নির্যাতন ও ইয়াবা দিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি ঘটনার সত্যতা পাওয়ার একদিন পরে তাকে প্রত্যাহার করা হলো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু জানান তাকে ঢাকায় ক্লোজ করা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে নির্যাতন এবং তাকে পাঁচটি ইয়াবা দিয়ে ধরিয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়
তবে আব্দুল মালেক হাওলাদার জানান যে তিনি শুধুমাত্র ইন্টারোগেশন করেছিলেন। তার বিরুদ্ধে ইয়াবা দিয়ে যুবককে ধরিয়ে দেওয়ার বিষয়টি সত্য নয়। কেউ হয়তো ছবি তুলে এডিট করে এটি প্রচার করছে।
আরও পড়ুন: নির্যাতন ও ইয়াবা দিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ
Comments