আবার বাড়ল জেট ফুয়েলের দাম
আবারও জেট ফুয়েলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৫৫ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এ মাসে প্রতি লিটারে পাঁচ টাকা বাড়ানোয় জেট ফুয়েলের দাম লিটার প্রতি ৬০ টাকা হয়েছে।
এ নিয়ে গত চার মাসে জেট ফুয়েলের দাম চার বার বাড়ানো হলো।
বিপিসির সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম গতকাল ১০ মার্চ থেকে কার্যকর হয়েছে।
ডিসেম্বরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৮ টাকা ও জানুয়ারিতে ছিল ৫৩ টাকা।
জেট ফুয়েলের দাম বাড়ায় যাত্রীদের আরও বেশি অর্থ গুনতে হবে বলে, উড়োজাহাজ চলাচল খাত সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, 'আন্তর্জাতিক বাজার গত তিন মাস স্থিতিশীল ছিল। জেট ফুয়েলের দাম বাড়ানোর পেছনে বিপিসির কোন যৌক্তিক কারণ নেই।'
'জ্বালানির দাম বাড়ার কারণে আমাদের ভাড়া বাড়ানোর বিকল্প নেই। দিন শেষে যাত্রীদেরই এ বোঝা বইতে হবে,' যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে দেশের উড়োজাহাজ চলাচল খাত ধসের পথে। আমরা এ ধরনের একচেটিয়া ব্যবসা এবং বিপিসির খামখেয়ালী সিদ্ধান্ত থেকে মুক্তি চাই।'
Comments