পিকে হালদারকে পালাতে কেউ না কেউ সাহায্য করেছে: হাইকোর্ট
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে (পিকে হালদার) দেশ থেকে পালাতে কেউ না কেউ সাহায্য করেছে বলে এক পর্যবেক্ষণে বলেছেন হাইকোর্ট।
বিদেশে অর্থ পাচারের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আদেশকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি চলাকালে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ পর্যবেক্ষণ দিয়েছেন।
হাইকোর্ট বেঞ্চ বলেন, পিকে হালদারের দেশ ছাড়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষেধাজ্ঞার নোটিশ ইমিগ্রেশন পুলিশের কাছে পৌঁছানোর আগেই, তিনি দেশ ত্যাগ করেন। কেউ না কেউ তাকে পালাতে সাহায্য করেছে।
আবেদনকারীদের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় হাইকোর্ট বেঞ্চ আবেদনের শুনানি চালিয়ে যাননি।
আইনজীবী খুরশিদ আলম খান দুদকের পক্ষে উপস্থিত ছিলেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পি আদালতের কার্যক্রম চলাকালে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন।
Comments