শার্শায় অপহরণের ৭ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২
যশোরের শার্শা থেকে অপহরণের সাত দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর (৩২) ও আকবরের স্ত্রী রুমা খাতুন (২৫)।
মামলার নথি থেকে জানা যায়, গত ৪ মার্চ ওই কিশোরীর বাড়িতে বেড়াতে আসেন আকবর ও তার স্ত্রী রুমা। বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীকে অপহরণ করেন তারা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার সকালে যশোর সদর এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরনের সঙ্গে জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের কারণ জানা যায়নি। তদন্ত চলছে।
Comments