ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাসে আগুন, নিহত ২

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন লেগে দুই যাত্রী নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন লেগে দুই যাত্রী নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক দ্য ডেইলি স্টারকে জানান, নিহত দুজনের মরদেহ দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

আহতদের মধ্যে নয় জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দুই যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আগুন লাগা বাসটি ঢাকা থেকে চাঁদপুরের মতলবে যাচ্ছিল।

অগ্নিকাণ্ডের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

ওসি জানান, বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনায় মহাসড়কের বাস ও আশপাশের দোকানগুলো রক্ষা পায়।

ওসি জহিরুল জানান, নিহত দুই জন হলেন চার বছর বয়সী শিশু সাফিন ও ৭০ বছর বয়সী বৃদ্ধ রকিবুল। দাউদকান্দি উপজেলায় তাদের বাড়ি।

যোগাযোগ করা হলে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ জামাল উদ্দিন জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

Comments

The Daily Star  | English

Bangabandhu-1 satellite: Another white elephant

The Bangabandhu-1 satellite, one of the marquee projects of the Awami League government, has turned into a financial black hole, costing the state coffer upwards of Tk 1,500 crore.

4h ago