ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদককে কারাগারে পাঠাল ভ্রাম্যমাণ আদালত
ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীলকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর বকশীবাজার মোড়ে দীপক শীলকে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।
দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ দাবি করেন, ‘দীপক শীল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে আন্দোলন করে আসছেন৷ আগামীতেও আমাদের কর্মসূচী রয়েছে৷ মূলত, আন্দোলনকে দমানোর জন্যই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দীপক শীলকে সামান্য বিষয়ে কারাগারে পাঠানো হয়েছে৷ আদালত তাকে জরিমানা করতে পারত। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট মোটরসাইকেলের কাগজপত্র দেখানোর আগেই তাকে কারাগারে পাঠান৷’
তিনি জানান, রাজধানীর চক বাজারের বাসা থেকে একজন রক্তদাতাকে নিয়ে ঢাকা মেডিকেলের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন দীপক শীল৷ বকশীবাজার মোড়ে আসলে ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এ শাস্তি দেন৷
দীপক শীলের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘দীপক শীল আমাদের জানিয়েছে, বকশীবাজার মোড়ে তার সামনে আরও অনেকগুলো মোটরসাইকেল চালকের কাগজপত্র ছিল না। কিন্তু তাদের ছেড়ে দেওয়া হয়েছে৷ অথচ দীপককে জরিমানা না করে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে৷’
জানা গেছে, দীপক শীল বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন৷
Comments