মোড়েলগঞ্জে প্রায় ৫ লাখ টাকার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
বাগেরহাটের মোড়েলগঞ্জের কামলা গ্রামে সোহাগ সরদারের এক একর ৩২ শতক জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, সারি সারি কাচা কলার কাঁদি কেটে বাগানে ফেলে গেছেন দুর্বৃত্তরা। এছাড়া, কিছু কলাগাছ কোপ দিয়ে কেটে রেখে গেছেন তারা।
সোহাগ সরদারের বাগানে কাজ করা হোসেন শেখ বলেন, ‘আমরা এ বাগানে কাজ করি। কিন্তু, আজ সকালে এসে দেখি বেশিরভাগ কলা ও কলাগাছ কেটে কারা যেন ফেলে রেখে গেছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।’
ক্ষতিগ্রস্ত সোহাগ সরদার বলেন, ‘আমি এক একর ৩২ শতক জমি ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছি। ১৩০০টি গাছের মধ্যে প্রায় এক হাজার গাছে কলা ছিল। আমি ১৫ দিন পরে বিক্রি শুরু করতে পারতাম। সময়মতো কলা বিক্রি করতে পারলে ছয় থেকে সাত লাখ টাকায় বিক্রি করতে পারতাম। আমি জানি না কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠবো।’
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান মাঝি বলেন, ‘আমাদের এলাকার বেশিরভাগ মানুষ কলা চাষ করে জীবিকা নির্বাহ করছেন। এভাবে একজন কৃষকের ক্ষতি মেনে নেওয়া যায় না। দোষীদের খুঁজে যথাযথ তদন্ত শেষে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শফিন মাহমুদ বলেন, ‘কৃষকের অভিযোগেরভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’
Comments