কলাবাগান বস্তিতে আগুন
রাজধানীর কলাবাগান এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. জুয়েল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার রাত ৯টা ৩৮ মিনিটে কলাবাগান বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে।
Comments