পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পঞ্চগড় সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে উপজেলার কমলাপুর এলাকার পঞ্চগড়-আটোয়ারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেছে। ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে উপজেলার কমলাপুর এলাকার পঞ্চগড়-আটোয়ারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও এলাকার মুক্তার হোসেন (৩১) ও একই উপজেলার গোয়ালকারী এলাকার আবদুর রহমান (৩২)। আহত ব্যক্তি হলেন একই উপজেলার কিসমত-পলাশবাড়ি এলাকার সুকুমার রায় (২২)।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার। তিনি জানান, আজ ভোররাত ২টা ১৫ মিনিটের দিকে খননযন্ত্র বহনকারী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তার ও রহমানকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে আহত সুকুমারকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিহত দুই জনের একজন ট্রাক্টরের চালক ও অপরজন খনন যন্ত্রের চালক ছিলেন এবং আহত ব্যক্তি ট্রাক্টরচালকের সহকারী বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘নিহত দুই জনের মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago