অভয়নগরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
যশোরের অভয়নগরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টায় অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকার যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের মো. সপের মোড়লের ছেলে ইজিবাইক চালক শহিদ মোড়ল (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত অজ্ঞাত ঘাট শ্রমিক (৩২)।
আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. বাবু, রেহিদুল, রমজান, আলী রহমান ও অজ্ঞাতনামা একজন। আহত আলী রহমানকে স্থানীয় হাসপাতালে ও অপর চার জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ইন্সপেক্টর মাহামুদ আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় বাসটি ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত ইজিবাইক উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও হেলপার পলিয়ে গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় নওয়াপাড়া হাইওয়ে থানার একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
Comments