দর্শনা-মুজিবনগর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

চুয়াডাঙ্গা জেলা শহর থেকে দর্শনা-মুজিবনগর ২৩ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ।
দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা শহর থেকে দর্শনা-মুজিবনগর ২৩ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ।

আজ শুক্রবার সকালে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এ সড়কের চুয়াডাঙ্গা অংশের দেড় কিলোমিটার সড়কের দুই পাশে অসংখ্য অবৈধ স্থাপনা তৈরি করেছে প্রভাবশালীরা। সড়ক উন্নয়ন ও সড়কের নিরাপত্তার জন্য এই উচ্ছেদ অভিযান।

ঐতিহাসিক মুজিবনগর সড়ককে জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার কাজ চলছে বলে জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা।

তিনি জানান, আজ ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামী ২২, ২৩ ও ২৪ মার্চ বাকিগুলো উচ্ছেদ করা হবে।

এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, ‘এসব স্থাপনার মালিকরা যতই প্রভাবশালী হোক না কেন সড়ক থেকে তুলে দেওয়া হবে।’

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

2h ago