প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হারাল ইংল্যান্ড
বল হাতে আগুন ঝরালেন জোফরা আর্চার। তার সঙ্গে দলের বাকি বোলাররাও করলেন দারুণ নিয়ন্ত্রিত বোলিং। তাতে লক্ষ্যটা থাকল হাতের নাগালে। এরপর লক্ষ্য তাড়ার কাজটা অনায়াসে সারলেন ব্যাটসম্যানরা। ফলে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সহজেই জয় পেল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারী দলটি।
শুক্রবার আহমেদাবাদে ভারতকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে ওয়েন মরগ্যানের দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১২৪ রান করে ভারত। জবাবে ২৭ বল বাকি থাকতে ২ উইকেটে ১৩০ রান তুলে জয়ের বন্দরে পৌঁছায় ইংলিশরা।
ইংলিশদের দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও জস বাটলার। ওপেনিং জুটিতে মাত্র ৮ ওভারে ৭২ রান তোলেন তারা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। বাটলারের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর অবশ্য খুব বেশিক্ষণ টিকতে পারেননি রয়ও। দলীয় ৮৯ রানে আউট হন তিনি। এরপর জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে অবিচ্ছন্ন ৪১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মালান।
হাফসেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলে আউট হন রয়। ৩২ বলের ইনিংসটি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে সাজান তিনি। বাটলারের ব্যাট থেকে আসে ২৮ রান। বেয়ারস্টো ২৬ ও মালান ২৪ রানের অপরাজিত থাকেন। ভারতের পক্ষে একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের তোপে পড়ে ভারত। দলীয় ৩ রানেই লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে হারায় তারা। রানের খাতা খুলতে পারেননি ভারতীয় অধিনায়ক কোহলি। শুরুর এই ধাক্কা সামলানো কঠিন হয়ে পড়ে তাদের জন্য। দলের সংগ্রহ ৪৮ হতেই নেই ৪ উইকেট।
পঞ্চম উইকেটে স্বাগতিকদের ইনিংস মেরামতের চেষ্টা করেন শ্রেয়ার আইয়ার ও হার্দিক পান্ডিয়া। ৫৪ রানের জুটি গড়েন তারা। তবে শ্রেয়াসের একার পক্ষে রানের গতিতে দম দেওয়া সম্ভব হয়নি। ফলে ১২৪ রানের বেশি করতে পারেনি ভারত।
দলটির পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন আইয়ার। তার ৪৮ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে রিশভ পান্তের ব্যাট থেকে। তিনি মোকাবিলা করেন ২১ বল। পান্ডিয়া ১৯ রান করেন ২১ বল খেলে। ইংলিশদের পক্ষে ২৩ রান খরচায় ৩টি উইকেট নেন পেসার আর্চার। এছাড়া, আদিল রশিদ, মার্ক উড, ক্রিস জর্ডান ও বেন স্টোকস একটি করে উইকেট পান।
Comments