করোনাভাইরাস

মৃত্যু ২৬ লাখ ৩৯ হাজার, আক্রান্ত ১১ কোটি ৯০ লাখের বেশি

ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৬ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯০ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় ছয় কোটি ৭৪ লাখ মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের বেলা ১১টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯০ লাখ ৩২ হাজার ৭৫ জন এবং মারা গেছেন ২৬ লাখ ৩৯ হাজার ৭৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৬৮৩ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৮৭৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৩২ হাজার ৩৬১ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৩৮০, মারা গেছেন দুই লাখ ৭৫ হাজার ১০৫ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ৪১ হাজার ২৪ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৭২৮ জন, মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৪৪৬ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি নয় লাখ ৭৩ হাজার ২৬০ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৯৩ হাজার ৮৫১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৫৭ হাজার ৭৭১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৬ হাজার ৭৩৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৫৫ হাজার ২২২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৫১৫ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ নয় হাজার ১৭২ জন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago