হুয়াওয়েসহ ৫ চীনা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’

হুয়াওয়েসহ পাঁচটি চীনা প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল যোগাযোগ কমিশন (এফসিসি)।
রয়টার্স জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের যোগাযোগ নেটওয়ার্কের নিরাপত্তার লক্ষ্যে ২০১৯ সালে পাশ হওয়া একটি আইনের অধীনে ওই পাঁচ চীনা প্রতিষ্ঠানকে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এফসিসি জানিয়েছে, চীনের হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি, জেডটিই করপোরেশন, হিটেরা কমিউনিকেশনস করপোরেশন, হ্যাংজু হিকভিশন ডিজিটাল টেকনোলজি ও জেহিয়াং ডাহুয়া টেকনোলজি কোম্পানিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
২০১৯ সালের ওই আইন অনুযায়ী, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ’ এমন সব টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারী ও পরিষেবা প্রতিষ্ঠানগুলো শনাক্ত করবে এফসিসি।
২০২০ সালের আগস্টে মার্কিন সরকার এই পাঁচ চীনা প্রতিষ্ঠানের প্রত্যেকটির কাছ থেকেই পণ্য বা পরিষেবা কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এ বছর ফেব্রুয়ারিতে হুয়াওয়ে ইউএস সার্কিট কোর্টে আপিল আবেদনের মাধ্যমে এই ঘোষণাকে চ্যালেঞ্জ জানায়।
শুক্রবার এফসিসির নতুন বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া জানতে হুয়াওয়ের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
Comments