কালবৈশাখীতে শাহজালালে নামতে পারেনি ৩ ফ্লাইট

কালবৈশাখী ঝড়ের কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট নির্ধারিত সময়ে নামতে পারেনি। সেই সঙ্গে ঝড়ের মুখে চারটি ফ্লাইটের উড্ডয়ন স্থগিত রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার বিকেলে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেলে কালবৈশাখীর কারণে আমিরাত এয়ারওয়েজ, বিমান ও নভো এয়ারের তিনটি ফ্লাইট যথাসময়ে নামতে পারেনি। অন্য আরও চারটি ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়েছে।
তিনি জানান, ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ নটিক্যাল মাইল। তবে, যেসব ফ্লাইটের উড্ডয়ন স্থগিত রাখা হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
Comments