কুষ্টিয়া পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যানের মৃত্যুর ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার সকালে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এনামুল হক, এজিএম মহিদুল ইসলাম মেহেদী, জুনিয়র প্রকৌশলী আরিফুল ইসলাম ও লাইনম্যান মনির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে কাজ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান লাইনম্যান ডিলু মিয়া। তার মরদেহ খুঁটিতেই ঝুলে ছিল। প্রায় ঘণ্টা খানেক পর মিরপুর ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) রঞ্জন কুমার ঘোষকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রাথমিক তথ্যে বলা হয়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ বন্ধ নিশ্চিত না করেই লাইনম্যান ডিলু মিয়াকে মেরামত কাজ করতে খুঁটির ওপরে ওঠানো হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এই প্রাথমিক তথ্যের আলোকে চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান জিএম সোহরাব।

নিহত ডিলু মিয়া পাবনার ঈশ্বরদী উপজেলার বাউলচারা মাস্টারপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুতের মিরপুর জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় মিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জিএম সোহরাব আলী বিশ্বাস বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে আরও কয়েকদিন লাগতে পারে। দোষীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।’

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

5h ago