কোয়ারেন্টিন এড়াতে আগেভাগে ফিরে যাচ্ছে আইরিশরা
সংযুক্ত আরব আমিরাত হয়ে দেশে ফিরলে কোয়ারেন্টিনের কড়া বিধিনিষেধে পড়তে হবে আয়ারল্যান্ড উলভসের ক্রিকেটারদের। তাই বিকল্প পথে ফিরবে সফরকারীরা। সেজন্য আগেভাগে বাংলাদেশ ত্যাগ করতে হচ্ছে তাদের।
কোয়ারেন্টিন এড়াতে গিয়ে সিরিজের সূচিতেও বদল আনতে হয়েছে। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আইরিশদের। ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী বুধ ও বৃহস্পতিবার। কিন্তু নতুন সূচিতে আগামী মঙ্গলবার একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই বিমানে চাপবে দলটি।
গতকাল শনিবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সফরের সূচি ছোট করে আনার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দেশটির বোর্ডের হাইপারফরম্যান্স পরিচালক রিচার্ড হোল্ডসওর্থ দিয়েছেন নিজেদের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি।
তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটি টি-টোয়েন্টি ছাড় দিতে হচ্ছে আমাদের। ক্যাটাগরি-২ “লাল তালিকা”ভুক্ত দেশ ঘুরে যেসব যাত্রী আয়ারল্যান্ডে ফিরবে, তাদের জন্য কোয়ারেন্টিন বিধির মাত্রা বাড়ানোর পরামর্শ দিয়েছে আইরিশ কতৃপক্ষ। অর্থাৎ ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। যেহেতু আমরা (ঢাকা থেকে) সংযুক্ত আরব আমিরাত (ক্যাটাগরি-২ “লাল তালিকা”ভুক্ত) হয়ে ফেরার কথা ছিল, সেহেতু আমাদের স্কোয়াডকে এই নিয়মের আওতায় পড়তে হতো, তা সেখানে বিরতি দিয়ে হোক কিংবা শুধু ট্রানজিট নিয়ে। এজন্য আমাদের ফেরার পথ বদলে “লাল তালিকা”য় নেই এমন কোনো দেশ হয়ে খেলোয়াড়দের (আয়ারল্যান্ডে) পাঠাতে হবে।’
সূচি পরিবর্তনের অনুরোধে সমর্থন দিয়ে পাশে থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছেন হোল্ডসওর্থ। খেলোয়াড়দের স্বাস্থ্য-সুরক্ষাকে প্রাধান্য দেওয়ার কথাও বলেছেন তিনি, ‘আমরা সবসময় বলেছি যে, স্কোয়াডের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মঙ্গল নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। তাই (দেশে ফিরে) হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিন এড়ানো জরুরি।’
বাংলাদেশ সফরে তিন সপ্তাহের বেশ সময় ধরে জৈব-সুরক্ষা বলয়ে রয়েছে আয়ারল্যান্ড উলভস। দলটির বেশ কয়েকজন খেলোয়াড়কে আবার সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টিনে থেকে আসতে হয়েছে। কারণ, সেখানে তাদের সিরিজ চলছিল। এভাবে লম্বা সময় ধরে টানা বিচ্ছিন্নবাসের কারণে ক্রিকেটারদের কিছুটা হলেও মানসিক চাপে পড়া অসম্ভব নয়। সেই ধকল আর বাড়াতে চায় না আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ড।
চারদিনের ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু করেছিল আইরিশরা। এখন চলছে দুদলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে উলভস ও বাংলাদেশ ইমার্জিং।
Comments