দুর্ঘটনায় পা মচকেছে মমতার: ভারতের নির্বাচন কমিশন
গত বুধবার নন্দীগ্রামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, মুখ্যমন্ত্রীর পা মচকে যাওয়ার ঘটনাটি একটি দুর্ঘটনা ছিল।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার একটি প্রতিবেদন পাওয়ার পরে বিষয়টি নিয়ে বৈঠক করেছে কমিশন। ওই প্রতিবেদনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীদের একটি অংশের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।
কমিশন জানিয়েছে, নিরাপত্তার বিষয়টি ‘সঠিকভাবে পরিচালনা করা হয়নি’ এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন করা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড-প্লাস সিকিউরিটি আছে। তাকে বুলেট প্রুফ গাড়িতে ভ্রমণ করতে হয়, কিন্তু তিনি তা করেননি। তার পরিবর্তে সিকিউরিটি ইনচার্জ বুলেট প্রুফ গাড়িতে বসে ছিলেন।
সিকিউরিটি ইনচার্জ বিবেক সহায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, নন্দীগ্রাম সফরের সময় চার-পাঁচজন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন আমার চারপাশে কোনো পুলিশ ছিল না।
Comments