এবার হ্যাটট্রিকে রোনালদোর জবাব
তার শেষ দেখে ফেলছিলেন অনেকে। ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস অধ্যায়ের সমাপ্তির আভাস নিয়ে তৈরি হয়েছিল খবর। তবে শেষ বলে যেন তার বেলায় কিছু বলার উপায় নেই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার হতাশার পর 'সিরি আ' তে ফিরেই হ্যাটট্রিক করেছেন তিনি।
রোবাবার কাইয়ারির মাঠে গিয়ে রোনালদোর হ্যাটট্রিকে তাদের ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।
গেল সপ্তাহে পোর্তোর বিপক্ষে রোনালদো ছিলেন ম্রিয়মাণ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল তার দল। মোটা অঙ্কে রোনালদোকে দলে ভিড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার খেদ থেকে গিয়েছিল ইতালিয়ান জায়ান্টদের।
রোনালদো এদিন শুরু থেকেই ছিলেন তেতে। ম্যাচের দশম মিনিটেই হুয়ান কুয়ার্দেদীর কর্নার থেকে হেডে দলকে এগিয়ে নেন। ২৫ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করার পর সাত মিনিট পর পেয়ে যান হ্যাটট্রিক। প্রতি আক্রমণ থেকে চিয়েসার পাস পেয়ে বল জালে জড়ান বিশ্ব ফুটবলের বড় এই নাম। বিরতির পর এক গোল ফিরিয়ে দেয় কাইয়ারি।
এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জুভেন্টাস। এক ম্যাচ বেশি খেলে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।
Comments