মৃত্যু ২৬ লাখ ৫৩ হাজার, আক্রান্ত প্রায় ১২ কোটি

ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৬ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ১২ কোটি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৭৮ লাখের বেশি মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের বেলা ১১টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৯১২ জন এবং মারা গেছেন ২৬ লাখ ৫৩ হাজার ৪৮৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১৫২ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৩৮ হাজার সাত জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৩৪ হাজার ৮৮০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৭০ জন, মারা গেছেন দুই লাখ ৭৮ হাজার ২২৯ জন। সুস্থ হয়েছেন এক কোটি এক লাখ ১৩ হাজার ৪৮৭ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৪৮ জন, মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৬০৭ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি নয় লাখ ৮৯ হাজার ৮৯৭ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৭১০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬৬ হাজার ২৯০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ পাঁচ হাজার ৭৪৩ জন।

উল্লেখ্য, গত বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৫৪৫ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ১১ হাজার ৬৯৫ জন।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago