ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৬২৯১, মৃত্যু ১১৮
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ হাজার ২৯১ জনকে শনাক্ত করা হয়েছে। চলতি বছরে এটিই একদিনে সবচেয়ে বেশি শনাক্ত। এ নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৩৩৯ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে তৃতীয়তে।
একই সময়ে মারা গেছেন আরও ১১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন এক লাখ ৫৮ হাজার ৭২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫৫ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি৬ ১০ লাখ সাত হাজার ৩৫২ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৮ শতাংশ।
আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ দিন ধরে দেশটিতে দৈনিক ২০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। গতকাল দেওয়া তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৬১ জন। যা গত ৪৪ দিনের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে গত ৮৪ দিনের সর্বোচ্চ ২৫ হাজার ৩২০ জনের করোনা শনাক্ত হয়।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বর একদিনে ২৬ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকে গত দুই মাস ধরে দৈনিক শনাক্ত ও মৃত্যু কমলেও মার্চে আবার ধীরে ধীরে তা বাড়তে শুরু করেছে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
দেশটিতে মোট শনাক্ত এক কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৩৩৯ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৬২ জন।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে সাত লাখ তিন হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২২ কোটি ৭৪ লাখ সাত হাজার ৪১৩টি নমুনা।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান তিন নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।
জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ২৮১ জন এবং মারা গেছেন ২৬ লাখ ৫৩ হাজার ৬৪১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৮৬৪ জন।
Comments