শীর্ষ খবর

দাউদকান্দিতে বাসে আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু, মোট ৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। ছবি: স্টার ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মারা যাওয়া ব্যক্তি হলেন— গোলাম হোসেন (৭৫)। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল। তিনি জানান, গোলাম হোসেনের শরীরের ৩১ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় শামসুন্নাহার (৬৫) নামে আরেকজন দগ্ধ রোগী আইসিইউতে ভর্তি রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় গৌরীপুরে বাসে আগুনের ঘটনা ঘটে। এতে মোট ২২ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এরপর সেখানে চিকিৎসা দিয়ে ১৬ জনকেই ছেড়ে দেওয়া হয়।

গোলাম হোসেনের প্রতিবেশী মো. মোজাম্মেল জানান, বাসে লাগা আগুনে গোলাম হোসেনের মেয়ে ও নাতনিও দগ্ধ হয়েছিল। তবে, তারা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

ঘটনার দিন গোলাম হোসেনের মেয়ে দগ্ধ শাহিনুর আক্তার জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলবে। বর্তমানে ঢাকার জিগাতলায় থাকেন। তার বাবা গোলাম হোসেন বেশ কিছু দিন ধরে অসুস্থ। ঢাকা থেকে তার চিকিৎসা শেষে দেশের বাড়ি যাচ্ছিল। গৌরীপুর পৌঁছালে হঠাৎ বাসে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন।

আরও পড়ুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাসে আগুন, নিহত ২

‘বাবাকে তো বাঁচাতে পারলাম না, এখন মাকে বাঁচাতে হবে’

Comments

The Daily Star  | English

Covid impact, inflation push up poverty

Around 27.51 lakh more Bangladeshi people fell into poverty in 2022 due to the global food price hike and post Covid-19 impacts, according to a paper by a researcher at the International Food Policy Research Institute (IFPRI).

1h ago