হালান্ডকে সহজে ছাড়ছে না ডর্টমুন্ড

চ্যাম্পিয়ন্স লিগের গত আসর থেকে তাকে চিনতে শুরু করে ফুটবল বিশ্ব। এরপর থেকে একের পর এক কীর্তি গড়েই যাচ্ছেন আর্লিং হালান্ড। কদিন আগেও সেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে জোড়া গোলে করেছেন চার চারটি রেকর্ড। স্বাভাবিকভাবেই এ তরুণকে পেতে মুখিয়ে আছে জায়ান্ট দলগুলো। তবে তাকে পাওয়া যে সহজ হবে না তা জানিয়ে দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক মাইকেল জর্ক।
haaland
ছবি: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার

চ্যাম্পিয়ন্স লিগের গত আসর থেকে তাকে চিনতে শুরু করে ফুটবল বিশ্ব। এরপর থেকে একের পর এক কীর্তি গড়েই যাচ্ছেন আর্লিং হালান্ড। কদিন আগেও সেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে জোড়া গোলে করেছেন চার চারটি রেকর্ড। স্বাভাবিকভাবেই এ তরুণকে পেতে মুখিয়ে আছে জায়ান্ট দলগুলো। তবে তাকে পাওয়া যে সহজ হবে না তা জানিয়ে দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক মাইকেল জর্ক।

অনেক দিন ধরেই ফুটবল পাড়ায় গুঞ্জন, হালান্ডকে পেতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর হালান্ডও যে রিয়ালে যেতে ইচ্ছুক তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। আর এ গুঞ্জন শুনেই রিয়াল মাদ্রিদকে সতর্ক করে দিয়েছেন ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক, 'সে যদি একদিন  দল ছাড়তে চায়, তাহলে অল্প কিছু দলের সামর্থ্য থাকবে তাকে কেনার। তবে তাকে আমরা যতো দিন পারি ততদিন ধরে রাখার চেষ্টা করে যাব। আমি তার মতো কাউকে দেখিনি।'

মূলত হালান্ডকে ঘিরেই স্বপ্নের জাল বুনছে ডর্টমুন্ড। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য সম্ভাব্য সবকিছু করতে যাচ্ছে দলটি। যে কারণে নিজেদের শক্তি আরও বাড়াতে চায়। তবে সবার আগে হালান্ডের ভবিষ্যৎ নিজের ক্লাবেই নিশ্চিত করতে চায় তারা। জর্কের ভাষায়, 'আমরা ইউরোপা লিগে খেলতে চাই না, আমরা আমাদের চ্যাম্পিয়ন্স লিগের বিজনেস কার্ড অন্য কারো হাতে তুলে দিতে চাই না।'

অস্ট্রিয়ার ক্লাব রেডবুল সলসবুর্গের হয়েই নিজের নিজের জাত চেনান হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই করেন হ্যাটট্রিক। গ্রুপ পর্বেই আট গোল করে নজর কাড়েন। পরে যোগ দেন ডর্টমুন্ডে। আর এ ক্লাবে যোগ দেওয়ার পরও সে ছন্দ ধরে রেখে নিজের আরও উন্নতি করেছেন। জার্মান ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আট ম্যাচেই মোট গোল করেছেন ১২টি। আর বুন্ডেসলিগায় তো দারুণ ছন্দে ছুটছেনই।

আর এ তরুণ তারকাকে পেতে রিয়ালের সঙ্গে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনাও আগ্রহী। যদিও এতো জায়ান্ট দলগুলোর আগ্রহের ভিড়ে জার্মানিতে বেশ সুখেই আছেন হালান্ড। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোথায় নিজের ভবিষ্যৎ খুঁজে নেন নরওয়ের এ তরুণ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago