এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির মামলার বিচার শুরু
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মীর বিরুদ্ধে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা ১০০ কোটি টাকার মানহানি মামলার অভিযোগ গঠন করা হয়েছে।
সোমবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক তামান্না ফারাহর আদালতে এই অভিযোগ গঠন করা হয়।
আসামিপক্ষের আইনজীবী আবদুল শুক্কুর বলেন, ‘আমরা মামলা থেকে আসামি এনজিও কর্মীকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছিলাম। আদালত তা মঞ্জুর করেননি।’
গত বছরের ৮ অক্টোবর বিজিবির টেকনাফের ব্যাটালিয়ন-২ এর অধীন হ্নীলার দমদমিয়া তল্লাশি চৌকিতে বিজিবি সদস্যদের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ আনেন এনজিও কর্মী।
গত ১০ নভেম্বর ফৌজদারী কার্যবিধির ৫০০/৫০১ ধারায় ওই নারীর বিরুদ্ধে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মানহানির মামলা করে বিজিবি।
আদালত প্রাথমিক শুনানি শেষে মানহানি মামলার আবেদন গ্রহণ করে টেকনাফ থানাকে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন। টেকনাফ থানার পরিদর্শক (অপারেশন) শরীফুল ইসলাম গত ২২ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দেন।
বিজিবির আইনজীবী সাজ্জাদুল করিম বলেন, আজ মামলার চার্জ গঠন হওয়ায় আজ থেকে মানহানি মামলাটির আনুষ্ঠানিক বিচারিক কার্যত্রুম শুরু হলো। এখন থেকে মামলার উভয় পক্ষের যুক্তি-তর্ক, জেরা, স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে আদালতে।
Comments