শিশু ধর্ষণ চেষ্টা মামলা: শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে তৃতীয় শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষক আরিফুল ইসলাম (৩৮) কে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রস্তম আলী এ রায় দেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ মার্চ আরিফুল ইসলাম ৯ বছর বয়সী শিক্ষার্থীকে স্কুল শেষে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় শিশুটির বাবা কালাই থানায় মামলা করেন।
পরে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামি আরিফুল ইসলাম। এরপর থেকেই পলাতক তিনি।
সরকারি পক্ষের আইনজীবী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর ফিরোজা চৌধুরী বলেন, ধর্ষণ চেষ্টা অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Comments