চকরিয়ায় আগুনে পুড়ে ৩ ভাই-বোনের মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বসতঘরে ঘুমন্ত অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং সাবানঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর হলো- মো. জাহেদুল ইসলাম (১২), মীম আক্তার (১০) ও মিতু মনি (৮)। তারা ওই গ্রামের জাকের হোসেনের সন্তান। জাকের পেশায় একজন কাঠমিস্ত্রী।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। সেমি পাকা বাড়ির এক পাশে যখন আগুন লাগে, তখন পরিবারের সব সদস্য ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুমন্ত তিন শিশু একটি কক্ষে একসঙ্গে এবং তাদের বাবা-মা অন্য কক্ষে ছিলেন। আগুন লাগার পর তিন শিশু কক্ষ থেকে বের হতে পারেনি। তিন জনই আগুনে পুড়ে কক্ষের ভেতরেই প্রাণ হারায়। অন্যরা বের হতে পেরে প্রাণে বেঁচে যান। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি শিশু পুড়ে মারা গেছে। দুর্ঘটনাস্থলে গিয়ে যে দৃশ্য দেখেছি, তা বর্ণনা করা কঠিন। ঘটনার আকস্মিকতায় গ্রামবাসী বাকরুদ্ধ হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামের একটি বাড়ি আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টিমের সদস্যরা জানিয়েছেন, এতে তিন শিশু ঘটনাস্থলেই মারা গেছে। তারা তিন জনই আপন ভাই-বোন।’
Comments